জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ২০২৫
জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জেনে নিন। অন্তনগর ও
কম্পিউটার ট্রেনের ছাড়ার সময়, পৌঁছানোর সময় এবং টিকিটের দাম ও অনলাইনে
টিকিট বুকিং সকল কিছু বিস্তারিতভাবে জানুন এখানে।
বাংলাদেশের মধ্যে জামালপুর অনেক জনপ্রিয় একটি শহরের নামে পরিচিত। অপরদিকে ঢাকা
হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রাজধানী। প্রতিদিন জামালপুর থেকে ঢাকা
ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পছন্দ করে।
পোস্ট সূচিপত্রঃ জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
- জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
- জামালপুর থেকে ঢাকা চলাচলকারী ট্রেন সমূহ
- জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
- জামালপুর টু ঢাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
- জামালপুর টু ঢাকা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া
- জামালপুর থেকে ঢাকা তিস্তা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
- যমুনা এক্সপ্রেস জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
- জামালপুর টু ঢাকা জামালপুর কম্পিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
- দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া
- জামালপুর টু ঢাকা ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনের সময়সূচী ও ভাড়া
- পরিশেষে মন্তব্যঃ জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে আপনারা অনেকে জানেন না।
এজন্য আজকে আমরা এই পোস্টটিতে জানাবো, জামালপুর থেকে ঢাকা ট্রেনের নাম। ট্রেনের
সময়সূচী এবং ট্রেনের ভাড়া সম্পর্কে বিস্তারিত জানাবো। এজন্য আপনাকে এই পোস্টটি
মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলেই আপনি আজকে জামালপুর ঢাকা
ট্রেনের সঠিক সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিচে সকল কিছু
বিস্তারিতভাবে দেওয়া হলোঃ
জামালপুর থেকে ঢাকা প্রতিদিন যেসব ট্রেন চলাচল করে সেগুলো হলো আন্তঃনগর এবং
কম্পিউটার। এছাড়াও জামালপুর টু ঢাকা রেল পথে আপনাদের জনপ্রিয় কয়েকটি ট্রেন
চলাচল করে সেগুলো হলো ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা
এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করে থাকে। জামালপুর থেকে
ঢাকা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে ৩৫ টাকা থেকে শুরু করে ৩৬৫ টাকা পর্যন্ত
ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নিচে ট্রেনের
সকল কিছু বিস্তারিতভাবে দেওয়া হল।
জামালপুর থেকে ঢাকা চলাচলকারী ট্রেন সমূহ
জামালপুর থেকে ঢাকা চলাচলকারী ট্রেন সমূহ অর্থাৎ নাম সম্পর্কে আপনারা অনেকেই
জানেন না। এজন্য আজকে আমরা আপনাদেরকে জানাবো যে জামালপুর টু ঢাকা রুটে অন্তনগর
এবং মেইল কম্পিউটার ট্রেনের নাম ও কয়টি ট্রেন চলাচল করে। সকল কিছু
বিস্তারিতভাবে আজকের এই পোস্টটি থেকে জানতে পারবেন। এজন্য মনোযোগ সহকারে এই
পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আপনি জামালপুর থেকে ঢাকা
উদ্দেশ্যে কোন কোন ট্রেন চলাচল করে জানতে পারবে না।
আন্তঃনগর ট্রেনের নাম সমূহ ২০২৫
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস - ৭৪৪
- তিস্তা এক্সপ্রেস - ৭০৮
- অগ্নিবীণা এক্সপ্রেস - ৭৩৬
- জামালপুর এক্সপ্রেস - ৮০০
- যমুনা এক্সপ্রেস - ৭৪৬
কম্পিউটার ও মেইল ট্রেনের নাম সমূহ ২০২৫
- জামালপুর কম্পিউটার
- দেওয়ানগঞ্জ কম্পিউটার
- ভাওয়াল এক্সপ্রেস
জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য আপনারা অনেকেই প্রশ্ন
করে থাকেন এবং বিভিন্ন জায়গায় সার্চ করে খোঁজাখুঁজি করে থাকেন। এজন্য আজকে
আমরা আপনাদেরকে জামালপুর থেকে ঢাকা ট্রেনের 2025 সালে সঠিক সময়সূচী সম্পর্কে
বিস্তারিত জানাবো। নিচে জামালপুর টু ঢাকা ট্রেনের নাম, ছাড়ার সময় ও
পৌঁছানোর সময় এমনকি কোন কোন দিনে কোন ট্রেন বন্ধ থাকে। সকল কিছু বিস্তারিত
আজকের এই পোস্টটি থেকে জানতে পারবেন। এজন্য মনোযোগ সহকারে এই পোস্টটি শেষ
পর্যন্ত দেখতে থাকুন।
ক্রমিক | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|
১ | ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪) | সকাল ৭:৩৫ | দুপুর ১১:৫৫ | নেই |
২ | অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) | সন্ধ্যা ৭:৪০ | রাত ১১:৫০ | নেই |
৩ | তিস্তা এক্সপ্রেস (৭০৮) | বিকাল ৩:৫১ | রাত ৮:২৫ | সোমবার |
৪ | জামালপুর এক্সপ্রেস (৮০০) | সন্ধ্যা ৬:৪০ | রাত ১০:৪০ | রবিবার |
৫ | যমুনা এক্সপ্রেস (৭৪৬) | রাত ৩:১০ | সকাল ৭:৪৫ | নেই |
৬ | দেওয়ানগঞ্জ কমিউটার | দুপুর ১:৫৫ | সন্ধ্যা ৭:১০ | নেই |
৭ | জামালপুর কমিউটার | সকাল ৬:০৫ | সকাল ৮:৫৫ | নেই |
৮ | ভাওয়াল এক্সপ্রেস (মেইল) | রাত ২:১০ | সকাল ৮:৫৫ | নেই |
জামালপুর টু ঢাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
জামালপুর টু ঢাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে
আপনারা অনেকেই জানেন না। জামালপুর থেকে ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছাতে সময়
লাগে ০৪ঃ২০ মিনিটয়। জামালপুর রেল স্টেশন থেকে সকাল ৭ঃ৩৫ এ ট্রেনটি
ছাড়ে এবং ঢাকা কমলাপুর রেলস্টেশনে ১১ঃ৫৫ মিনিটে গিয়ে পৌঁছায়। জামালপুর
থেকে ঢাকা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে শোভন 120 টাকা এবং এসি
চেয়ার ৩০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে
পেরেছেন, নিচে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কোন কোন স্টেশনে কতক্ষণ থেমে
থাকে, সকল কিছু বিস্তারিতভাবে তালিকা করে দেওয়া হলোঃ
আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সমূহ
ক্রমিক | স্টেশনের নাম | থামার সময় (সম্ভাব্য) |
---|---|---|
১ | জামালপুর | ০৭:৩৫ AM |
২ | সরিষাবাড়ী | ০৭:৫০ AM |
৩ | মাদারগঞ্জ রোড | ০৮:১০ AM |
৪ | মেলান্দহ বাজার | ০৮:২৫ AM |
৫ | ইসলামপুর | ০৮:৪০ AM |
৬ | গফরগাঁও | ০৯:১৫ AM |
৭ | ময়মনসিংহ | ০৯:৪৫ AM |
৮ | টঙ্গী | ১১:১৫ AM |
৯ | বিমানবন্দর স্টেশন | ১১:৩৫ AM |
১০ | ঢাকা কমলাপুর | ১১:৫৫ AM |
আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন - ১২০ টাকা
- শোভন চেয়ার - ১৪০ টাকা
- স্নিগ্ধা - ২৩০ টাকা
- এসি চেয়ার - ৩০০ টাকা
- এসি কেবিল - ৪৫০ টাকা
জামালপুর টু ঢাকা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া
জামালপুর টু ঢাকা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া কত সে
সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। তাই আজকে আমরা আপনাদেরকে জয়পুর থেকে ঢাকা
আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সকল কিছু তথ্য বিস্তারিতভাবে
জানাবো। জামালপুর থেকে ঢাকা আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে যাতায়াত
করতে ৪ ঘন্টা ১০ মিনিট সময় লেগে থাকে। জামালপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার
সময় সকাল ৭ টা ৪০ মিনিট এবং ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছাতে ১১ঃ৫০ মিনিট সময়
লেগে থাকে। অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ভাড়া ১২০ টাকা থেকে ৪৫০ টাকা
পর্যন্ত ধরা হয়ে থাকে।
আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সমূহ
ক্রমিক | স্টেশনের নাম | থামার সময় (সম্ভাব্য) |
---|---|---|
১ | জামালপুর | ০৭:৪০ PM |
২ | মেলান্দহ বাজার | ০৮:০০ PM |
৩ | ময়মনসিংহ | ০৮:৪৫ PM |
৪ | গাজীপুর | ১০:৫০ PM |
৫ | টঙ্গী | ১১:১০ PM |
৬ | বিমানবন্দর | ১১:৩০ PM |
৭ | ঢাকা (কমলাপুর) | ১১:৫০ PM |
আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন - ১২০ টাকা
- শোভন চেয়ার - ১৪০ টাকা
- স্নিগ্ধা - ২৩০ টাকা
- এসি চেয়ার - ৩০০ টাকা
- এসি কেবিল - ৪৫০ টাকা
জামালপুর থেকে ঢাকা তিস্তা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া
জামালপুর থেকে ঢাকা তিস্তা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে
জানতে চাচ্ছেন। তাহলে আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন। আজকে আমরা
আপনাদেরকে এই পোস্টটিতে অন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাড়ার সময় বিকাল
৩:৫১ মিনিট, পৌঁছানোর সময় রাত ৮ টা ২৫ মিনিট ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে
মোট ৪ ঘন্টা ৩৫ মিনিট সময় লেগে থাকে। নিচে জামালপুর টু ঢাকা তিস্তা
এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত দেওয়া হলোঃ
আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস জামালপুর টু ঢাকা স্টপেজ সমূহ
ক্রমিক | স্টেশনের নাম | থামার সময় (সম্ভাব্য) |
---|---|---|
১ | জামালপুর | ০৩:৫১ PM |
২ | ময়মনসিংহ | ০৫:১৫ PM |
৩ | গাজীপুর বাজার | ০৭:৪০ PM |
৪ | টঙ্গী | ০৭:৫৫ PM |
৫ | বিমানবন্দর স্টেশন | ০৮:১০ PM |
৬ | ঢাকা কমলাপুর | ০৮:২৫ PM |
যমুনা এক্সপ্রেস জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
যমুনা এক্সপ্রেস জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে আপনারা
অনেকেই জানেন না। তাই আজকে আমরা আপনাদেরকে এই পোস্টটিতে জামালপুর টু ঢাকা
ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জানাবো। জামালপুর থেকে ঢাকা
যমুনা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে ০৪ঃ১০ মিনিট সময় লেগে থাকে।
যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় রাত ০৩ঃ৩০ মিনিট এবং পৌঁছানোর সময় সকাল ৭
টা ৪০ মিনিট। যমুনা এক্সপ্রেস ট্রেনটির ভাড়া ১২০ টাকা থেকে ৪৫০ টাকা
পর্যন্ত ধরা হয়ে থাকে।
জামালপুর থেকে ঢাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সমূহ
ক্রমিক | স্টেশনের নাম | থামার সময় (সম্ভাব্য) |
---|---|---|
১ | জামালপুর | ০৩:৩০ AM |
২ | মেলান্দহ বাজার | ০৩:৫০ AM |
৩ | ময়মনসিংহ | ০৫:০০ AM |
৪ | টঙ্গী | ০৭:১০ AM |
৫ | বিমানবন্দর স্টেশন | ০৭:২৫ AM |
৬ | ঢাকা (কমলাপুর) | ০৭:৪০ AM |
জামালপুর টু ঢাকা জামালপুর কম্পিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
জামালপুর টু ঢাকা জামালপুর কম্পিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে
আপনারা অনেকেই জানেন না। উপরে আপনারা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও
ভাড়া সম্পর্কে বিস্তারিত জেনেছেন। কিন্তু এখন আপনারা জামালপুর কম্পিউটার
ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। জামালপুর কম্পিউটার
ট্রেনটিতে ৪০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে।
জামালপুর কম্পিউটার ট্রেনে যাতায়াত করতে ০৫ঃ১০ মিনিট সময় লেগে থাকে। নিচে সকল
কিছু বিস্তারিতভাবে সাজিয়ে দেওয়া হলোঃ
জামালপুর কম্পিউটার ট্রেনের স্টপেজ সমূহ
ক্রমিক | স্টেশনের নাম | থামার সময় (সম্ভাব্য) |
---|---|---|
১ | জামালপুর | ০৫:০০ AM |
২ | সরিষাবাড়ী | ০৫:২০ AM |
৩ | তারাকান্দা | ০৫:৫০ AM |
৪ | ময়মনসিংহ | ০৬:৩০ AM |
৫ | গফরগাঁও | ০৭:১০ AM |
৬ | জয়দেবপুর | ০৯:৪০ AM |
৭ | ঢাকা (কমলাপুর) | ১০:১৫ AM |
দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনের সময়সূচী ও ভাড়া
জামালপুর থেকে ঢাকা কমলাপুর রেলস্টেশন পৌঁছাতে 6 ঘন্টা 15 মিনিট সময় লেগে থাকে।
দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনটি সকাল ০৪ঃ৩০ থেকে সকাল ১০:৪৫ মিনিট সময় লেগে থাকে।
জামালপুর থেকে ঢাকা দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে 75 টাকা
থেকে ৯০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। নিচে দেওয়ানগঞ্জ কম্পিউটার
ট্রেনটি জামালপুর রেল স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলস্টেশন পৌঁছাতে কথায় কথায়
স্টপেজ করে থাকে। সেগুলো তালিকা নিজে বিস্তারিতভাবে দেওয়া হলোঃ
দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনের স্টপেজ সমূহ
ক্রমিক | স্টেশনের নাম | থামার সময় (সম্ভাব্য) |
---|---|---|
১ | দেওয়ানগঞ্জ বাজার | ০৪:৩০ AM |
২ | ইসলামপুর | ০৪:৫০ AM |
৩ | মেলান্দহ বাজার | ০৫:১০ AM |
৪ | জামালপুর | ০৫:৩০ AM |
৫ | ময়মনসিংহ | ০৭:০০ AM |
৬ | গাজীপুর বাজার | ০৯:২০ AM |
৭ | ঢাকা (কমলাপুর) | ১০:৪৫ AM |
জামালপুর টু ঢাকা ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনের সময়সূচী ও ভাড়া
আজকে আমরা এই পোস্টটিতে আপনাদেরকে জামালপুর থেকে ঢাকা ভাওয়াল এক্সপ্রেস মেইল
ট্রেনের যাওয়াতে তথ্য বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব। জামালপুর থেকে ঢাকা
ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাত .১১ঃ০০ এবং ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশনে গিয়ে
পৌঁছাই সকাল ৭ঃ০০ মিনিটে। ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটিতে জামালপুর থেকে ঢাকা
যাতায়াত করলে মোট ৮ ঘন্টা সময় লেগে থাকে। এই মেইন এক্সপ্রেস ট্রেনটিতে ট্রেনের
ভাড়া ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে। নিচে এই ট্রেনটি স্টপেজ সহ সম্পর্কে
বিস্তারিত দেওয়া হলোঃ
ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনের স্টপেজ সমূহ
ক্রমিক | স্টেশনের নাম | থামার সময় (সম্ভাব্য) |
---|---|---|
১ | জামালপুর | ১১:০০ PM |
২ | মেলান্দহ | ১১:৩০ PM |
৩ | ময়মনসিংহ | ১২:৪৫ AM |
৪ | গফরগাঁও | ০২:৩০ AM |
৫ | টঙ্গী | ০৬:১৫ AM |
৬ | বিমানবন্দর | ০৬:৩৫ AM |
৭ | ঢাকা (কমলাপুর) | ০৭:০০ AM |
পরিশেষে মন্তব্যঃ জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
জামালপুর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে আশা করি বিস্তারিত জানতে
পেরেছেন আজকের এই এই পোস্টটিতে। কেননা আজকে আমরা এই পোস্টটিতে আপনাদেরকে জামালপুর
থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে কত ঘন্টা সময় লাগে এবং কোন কোন সময়
ট্রেনটি জামালপুর থেকে ছেড়ে আসে। এমনকি আপনার সেই গন্তব্যের ট্রেনটি জামালপুর
থেকে ঢাকা কমলাপুর স্টেশন আসতে কোন কোন জায়গায় স্টাফেজ গ্রহণ করে থাকে। সকল
কিছু বিস্তারিত ভাবে আজকের এই পোস্টটিতে আপনাদেরকে জানিয়েছি। এই পোস্টটি থেকে
যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আশপাশের বন্ধুদের শেয়ার করে তাদের কেউ
জানানোর চেষ্টা করবেন। আমাদের থেকে কোন ধরনের প্রশ্ন জানা থাকলে নিজে অবশ্যই
কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন।
শফ্টব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url